সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে ৬ প্রতিষ্ঠানকে বিএসইসির সতর্ক বার্তা

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২০ ৭:৩৫:৫৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে ৬টি প্রতিষ্ঠানকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসি ৭৩৯তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

কমিশন সূত্রে জানা যায়, যে সকল প্রতিষ্ঠনকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের মধ্যে অধিকাংশই ব্রোকার হাউজ। তবে কোন কোন প্রতিষ্ঠনকে সতর্ক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে তা জানায়নি কমিশন।

এর আগে গত সোমবার প্রায় ২৮টির মতো ব্রোকার হাউজকে তলব করে কমিশন। প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সময়ে নানা অনিয়ম ও ভুলভান্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করে কমিশন।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪১২ বার পড়া হয়েছে ।
Tagged