নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান লঙ্ঘনের কারণে গত আগস্ট মাসে ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের এনফোর্সমেন্ট বিভাগের মাধ্যমে চিঠি পাঠিয়ে এই সতর্কবার্তা প্রদান করা হয়। এর মধ্যে ২২ জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।
সতর্ক করা প্রতিষ্ঠানসমূহ
সতর্ক হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—
ন্যাশনাল ব্যাংক লিমিটেড
এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড
তিনটি ব্রোকারেজ হাউজ: কনমার্ক লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড এবং ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেড।
ন্যাশনাল ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ মোট ৮ জন পরিচালককে সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং কোম্পানি সচিবকেও আইন যথাযথভাবে পরিপালনের বিষয়ে সতর্ক করা হয়।
একইভাবে, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, ৪ জন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা এবং কোম্পানি সচিবকে সতর্ক করেছে বিএসইসি।
এছাড়া, কনমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাকাউন্ট ইন-চার্জকেও সতর্ক করা হয়েছে। অপরদিকে, ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান-উর-রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা তাওফিক কামাল খান এবং ব্রাঞ্চ ম্যানেজার একে মহিন উদ্দিনকেও কমিশনের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন এবং সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখা বিএসইসির অন্যতম দায়িত্ব। সিকিউরিটিজ আইন যথাযথভাবে না মানার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।


