সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে জরিমানা

সময়: বুধবার, এপ্রিল ৯, ২০২৫ ৯:৪৭:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে শেয়ারবাজারের দুই ব্রোকারেজ হাউজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্রোকারেজ হাউজ দুটি হলো- শাহজাহান সিকিউরিটিজ লিমিটেড ও ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেড।

বুধবার (০৯ এপ্রিল) বিএসইসির জানানো হয়েছে, মঙ্গলবার (৮ এপ্রিল) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৫০ তম কমিশন সভায় কোম্পানিগুলোকে জরিমানা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শাহজাহান সিকিউরিটিজ লিমিটেডকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকার অর্থ দন্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া বর্তমানে সিসিএ (CCA)-তে কোন ঘাটতি না থাকলেও পূর্বে ঘাটতি থাকায় ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেডকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Share
নিউজটি ২০২ বার পড়া হয়েছে ।
Tagged