সিঙ্গার বিডিকে পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি

সময়: বুধবার, মার্চ ২৭, ২০২৪ ১১:২৭:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বিডিকে পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) অবস্থিত সিঙ্গার বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্টের পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি দিয়েছে।

কোম্পানিটি ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৯ কোটি ৭০ লাখ টাকা। গত এক বছরের কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর ১৬৭ টাকা এবং সর্বনিম্ন ১৪২ টাকা।

৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৪ পয়সা।

Share
নিউজটি ৩০৯ বার পড়া হয়েছে ।
Tagged