সিটি ব্যাংকের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

সময়: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২০ ৫:১৩:১০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেডের ৩০০ কোটি টাকার ফুলী রিডামবল নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড অনুমোদন করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭২০তম কমিশন সভায় বন্ড অনুমোদন দেওয়া হয়।
সূত্র জানায়, এই বন্ডের মেয়াদ ৩ বছর। বন্ডটির বৈশিষ্ট ফুলী রিডামবল, নন-কনভার্টেবল, জিরো কুপন বন্ড, আনসিকিউরিড এবং আনলিস্টেড।
ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করা হবে। বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে সিটি ব্যাংক কোম্পানির মূলধন শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা।
এই বন্ডের ট্রাস্টি এবং লিড অ্যারেঞ্জার হিসাবে কাজ করছে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩২৮ বার পড়া হয়েছে ।
Tagged