সিডিবিএল-সিসিবিএর এর সাথে ডিএসইর টাওয়ারের অফিস স্পেস ভাড়ার চুক্তি স্বাক্ষর

সময়: সোমবার, ফেব্রুয়ারি ৮, ২০২১ ৭:৫৯:৩৪ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে পুঁজিবাজার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) লেভেল–৫ এ ১২,৮৬৫ স্কয়ারফিট এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর একই লেভেলে ১৭,৫৮৫ স্কয়ারফিট অফিস স্পেস ভাড়ার চুক্তি স্বাক্ষরিত হয়৷ রোববার সিডিবিএল এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল মতিন পাটওয়ারী এবং সিসিবিএল এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ আহমেদ এবং ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল মতিন পাটওয়ারী৷

এসময় উপস্থিত ছিলেন সিসিবিএল এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আ স ম খায়রুজ্জামান, আইটি ইনচার্জ (সিটিও) মোঃ ইমাম হোসেন, কোম্পানি সচিব অনন্ত কুমার সাহা এবং সিডিবিএল এর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ইন্সপেকশন ও কম্পপ্লয়েন্স এর প্রধান কে এম ছাবিরুল ইসলাম, এ ছাড়াও ডিএসই’র পক্ষে উপস্থিত ছিলেন ডিএসই’র মহাব্যবস্থাপক মোঃ ছামিউল ইসলাম, মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান৷

কেন্দ্রীয় শীতাতাপ নিয়ন্ত্রিত ডিএসই বহুতল ভবনটির লেভেল ০১-এ, বঙ্গবন্ধুর মুরাল, স্কাল্পচার, মুজিব কর্ণার, মিউজিয়াম, মিডিয়া সেন্টার এবং লিস্টিং হল সহ ১৩ টি ফ্লোর এবং তিনটি বেজমেন্ট রয়েছে। প্রতিটি ফ্লোরের আয়তন ৪২ হাজার বর্গফুট। তিনটি বেসমেন্টে ৩৯৮ টি গাড়ি পার্কিং এর সুবিধা, আধুনিক ট্রেনিং একাডেমি, অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা এবং আধুনিক ও শক্তিশালী জেনারেটরসহ ১৩টি লিফট রয়েছে৷ এছাড়াও ভাড়ার ভিত্তিতে ডিএসই টাওয়ারের একাডেমি প্রাঙ্গণ এবং মাল্টি-পারপাস হল ব্যবহার, ডিএসই লাউঞ্জ এবং জিমনেসিয়াম পেমেন্টের ভিত্তিতে সমস্ত ট্রেকহোল্ডার এবং কর্পোরেট অতিথিদের জন্য উন্মুক্ত থাকবে৷

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪২৪ বার পড়া হয়েছে ।
Tagged