নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক সিমেন্ট কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
📊 তৃতীয় প্রান্তিকে লোকসান থেকে মুনাফায়
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (LPS) ছিল ১৪ পয়সা।
অর্থাৎ, এক বছরের ব্যবধানে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস লোকসান থেকে মুনাফায় ফিরে এসেছে, যা কোম্পানির কার্যক্রমে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
💼 নয় মাসে আয় কমেছে
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিক বা জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৪ টাকা ১১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ টাকা ৩১ পয়সা।
অর্থাৎ, বছরওয়ারি তুলনায় কোম্পানির মুনাফা প্রায় ৪৩.৭৮% কমেছে, যা কাঁচামালের মূল্যবৃদ্ধি ও উৎপাদন ব্যয়ের চাপের কারণে হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
🧾 নিট সম্পদমূল্যে স্থিতিশীলতা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৭৪ টাকা ৪৮ পয়সা, যা কোম্পানির মূলধনী অবস্থানকে তুলনামূলকভাবে স্থিতিশীল বলে ইঙ্গিত করছে।
বিশ্লেষকদের মতে, সিমেন্ট খাতের প্রতিযোগিতা বৃদ্ধি, আমদানি ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের লাভজনকতা কমিয়ে দিলেও কোম্পানিটি পরিচালন দক্ষতা ও ব্যয়সংকোচনের মাধ্যমে প্রান্তিক মুনাফায় ফিরে এসেছে।
তবে বছরওয়ারি আয় হ্রাস ইঙ্গিত করছে যে, বাজারে চাহিদা ও মুনাফার হার এখনো চাপের মুখে রয়েছে।


