কমিশনের কাজ হোক বাজার ও বিনিয়োগকারীবান্ধব

সুশাসন শুরু হোক নিজের ঘর থেকে

সময়: বুধবার, আগস্ট ২৮, ২০২৪ ১১:২৩:৫৯ অপরাহ্ণ

শেয়ারবাজারের সর্বস্তরে সুশাসন ফেরানোকে প্রথম কাজ হিসেবে নিয়েছে বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মুখের কথা নয় বরং কাজে দেখিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। তবে গত ১৪ বছরে যে অনিয়ম হয়েছে, চাইলেও তা ১৪ মাসে সরানো যাবে না। তাই বলে বসে থাকলেতো চলবে না। এ বাজারের মৌলভিত্তিগুলোকে সুসংহত করে আস্থা অর্জন করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।’

স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বাজার উন্নয়নই বর্তমান কমিশনের মূল কাজ হওয়া দরকার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের ঘর আগে পরিষ্কার করা। বিএসইসির কমিশনার থেকে শুরু করে সকল কর্মকর্তারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কিনা তা পর্যবেক্ষণ করতে হবে। আর এতোদিন ঘুষখোর যত কর্মকর্তা অন্যায় কাজ করেছেন তাদের তালিকা প্রস্তুত করে সকল সম্পদ বাজেয়াপ্ত করা হোক। এতে ভবিষ্যতে আর কেউ দুর্নীতি করার সাহস পাবে না। যদি আগের ভুলগুলোকে সাধারণ ক্ষমা করা হয় তাহলে আরেকটি ভুল করবে কমিশন।
সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনে বিএসইসির চেয়ারম্যান সপ্তাহে না হোক ১৫ দিন অন্তর অন্তর মিডিয়ার মাধ্যমে তাদের কাজের বিবরণ দাখিল করবেন। আর মিডিয়ার কল্যাণে দেশ-বিদেশের সকল স্তরের মানুষ শেয়ারবাজার সম্পর্কে সম্যক ধারণা পাবে।

যাতে কেউ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠতে না পারে সেজন্য কারসাজির শুরুতেই ব্যবস্থা নেওয়া নিতে হবে। সম্প্রতি বিএসইসির চেয়ারম্যান সাংবাদিকদের জানিয়েছেন যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে কোনো আইন করা হয়ে থাকলে কমিশন তা পর্যালোচনা করবে এবং সংশোধন করবে, যাতে পুরোনো ঘটনার পুনরাবৃত্তি না হয়। চেয়ারম্যান মহোদয়ের এক কথা প্রশংসনীয় হলেও আগের যেসব কোম্পানিকে বিশেষ সুবিধা দিয়ে আইনের সংশোধন করা হয়েছিল সেগুলোও যেন ছাড় না পায়।

সোনালী পেপার থেকে শুরু করে, এমারেল্ড ওয়েল, ইমাম বাটন (বর্তমান হামি ইন্ডাষ্ট্রিজ), ইফাদ অটোস, বেক্সিমকো, বেষ্ট হোল্ডিংস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওয়ালটন ইত্যাদি আরও অনেক কোম্পানি রয়েছে যেগুলো বিএসইসি চেয়ারম্যানের বিশেষ আর্শিবাদে শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নিয়েছে সেগুলোর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করতে হবে। বর্তমান কমিশন যে প্রতিশ্রুতি দিচ্ছে, তা বাস্তবে কার্যকর হবে কিনা তা আগামী ২-৩ মাসেই তাদের আচরণ দেখলে বোঝা যাবে।

বর্তমান কমিশন কারও একক কর্তৃত্বে না চলা যেমন বুদ্ধিমানের কাজ আবার কিছু কিছু ক্ষেত্রে ওয়ান ম্যান আর্মি হিসেবেও দায়িত্ব পালন করতে হবে।

Share
নিউজটি ১৯৫ বার পড়া হয়েছে ।
Tagged