সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের অস্বাভাবিক ওঠানামায় কমেছে লেনদেন

সময়: বুধবার, আগস্ট ১৮, ২০২১ ৮:৫০:৪৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদদিবস মঙ্গলবার (১৮ আগস্ট) দেশের শেয়ারবাজারে সূচকের অস্বাভাবিক ওঠানামায় কমেছে লেনদেন। এদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণাতয় লেনদেন শুরু হলেও তার স্থায়িত্ব ছিল মাত্র ৮ মিনিট। এরপর সূচকের তীর নিচের দিকে নামতে থাকে। কিন্ত ৮মিনিট পরেই সূচক আবারও বাড়লেও তাও অল্প সময়ের জন্য। এরপর একটানা সূচক কমে সূচকের তীর তলানীতে এসে ঠেকে। এরপর আবারও সূচকের তীর একটানা বাড়তে থাকে। তবে দুপুর পৌনে ১টা থেকে একটানা সূচক কমতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। যে কারণে দিনশেষে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫.৩১ পয়েন্ট কমে ৬ হাজার ৭৭১.৮৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসই-৩০ সূচক দশমিক ৪.৬৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪২৬.৮২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ২.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৬.২৫ পয়েন্টে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৮টি, কমেছে ২১৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

আজ ডিএসইতের ‘এ’ ক্যাটাগরির ৫৭.৭২ শতাংশ কোম্পানির দর কমেছে। এদিন ‘এ’ ক্যাটাগরির ২৭২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৯টিটর, কমেছে ১৫৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

আজ ডিএসইতে ‘বি’ ক্যাটাগরির ৫৯.৩২ শতাংশ কোম্পানির দর কমেছে। এদিন ‘বি’ ক্যাটাগরির ৫৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ৩৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩টির।

আজ ডিএসইতে ‘এন’ ক্যাটাগরির ৭৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন ‘এন’ ক্যাটাগরির ১২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯টির এবং কমেছে ৩টির।

আজ ডিএসইতে ‘জেড’ ক্যাটাগরির ৬৭.৭৪ শতাংশ কোম্পানির দর কমেছে। এদিন ‘জেড’ ক্যাটাগরির ৩১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯টির, কমেছে ২১টি এবং অপরিবর্তিত রয়েছে ১টির।

আজ ডিএসইতে মিউচ্যুয়াল ফান্ডে ৬৯.৪৪ শতাংশ ফান্ডের দর কমেছে। এদিন মিচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৬টি ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯টি, কমেছে ২১টি এবং অপরিবর্তিত রয়েছে ১টির।

আজ ডিএসইতে মোট ৮৩ কোটি ৭৭ হাজার ৬৮৫টি শেয়ার ৩ লাখ ৩২ হাজার ৩৫৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ৪৬৫ কোটি ৫৩ লাখ ৮৬ হাজার ৮২৬ টাকা ১০ পয়সা। যা গত কার্যদিবসের তুলনায় ২০৭ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার ৪৩৫ টাকা ২০ পয়সা বা ৮.৪৩ শতাংশ কম।

আজ ডিএসই’র বাজার মূলধন ছিল ৫ লাখ ৫০ হাজার ৫৬০ কোটি ১ লাখ ৬৭ হাজার ৮৩৭ টাকা ৭৪ পয়সা। যা আগের কার্যদিবসের তুলনায় ৬৭৫ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৯৫১ টাকা ৯৫ পয়সা কম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯২ কোটি ৪২ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩২৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭২টির ও ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

 

Share
নিউজটি ২৭৯ বার পড়া হয়েছে ।
Tagged