সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

সময়: বুধবার, ডিসেম্বর ২৮, ২০২২ ৩:২৭:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আগের কার্যদিবস পতন হলেও আজ ২৮ ডিসেম্বর উত্থানেও লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে আগের কার্যদিবসের মতো আজও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৫৪ পয়েন্ট বা ০.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯৫.৮১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৩৫ পয়েন্ট বা ০.২৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.৭৫ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৫.৭০ পয়েন্টে এবং দুই হাজার ১৯৪.১৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৪টির বা ২২.২২ শতাংশের, শেয়ার দর কমেছে ৯১টির বা ২৭.৩২ শতাংশের এবং ১৬৮টির বা ৫০.৪৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬.৮০ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০৫.৮৫ পয়েন্টে। সিএসইতে আজ ১৩৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টির দর বেড়েছে, কমেছে ২৫টির আর ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ ২৫৮ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১ কোটি ৩৬ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ২৬৯ কোটি ৫৮ লাখ টাকার।

 

 

Share
নিউজটি ১৩৪ বার পড়া হয়েছে ।
Tagged