সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

সময়: বুধবার, আগস্ট ৩১, ২০২২ ৬:২৬:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আগের কার্যদিবসের সূচকের ধারাবাহিক উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে দুই হাজার কোটি টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৩৮ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৫৭.২১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৩৮ পয়ন্ট বা ০.১৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩.৭৩ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৯৮.৬৭ পয়েন্টে এবং দুই হাজার ২৮৩.০৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৯টির বা ৪৭.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৩৫টির বা ৩৫.৫৩ শতাংশের এবং ৬৬টির বা ১৭.৩৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে দুই হাজার ৫ কোটি ৬৯ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২৩৬ কোটি ৩৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৭৬৯ কোটি ৩০ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০৭.৬৯ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ০০৫.৯৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দর। আজ সিএসইতে ৭০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৮৯ বার পড়া হয়েছে ।
Tagged