সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২ ৪:১১:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : আজ ১৩ সেপ্টেম্বর সূচকের উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের প্রধান সূচক সূচকের পাশাপাশি বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে লেনেেদন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.২৮ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩৭.৫৯ পয়েন্টে। তবে ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২.৫০ পয়েন্ট বা ০.১৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩.১১ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২৬.৯৫ পয়েন্টে এবং দুই হাজার ৩৫৩.৫১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির বা ৩৪.২২ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৮টির বা ২৮.৬৫ শতাংশের এবং ১৪০টির বা ৩৭.১৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন এক হাজার ৪৮০ কোটি ৭ লাখ টাকার। যা আগের দিন থেকে ১১৯ কোটি ৩৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৩৬০ কোটি ৭৪ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.২৬ পয়েন্ট বা ০.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৩২.৮৬ পয়েন্টে। সিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির দর বেড়েছে, কমেছে ৮৫টির আর ৯২টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ৩৫ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

 

Share
নিউজটি ৪৫৬ বার পড়া হয়েছে ।
Tagged