সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

সময়: মঙ্গলবার, জুলাই ১৩, ২০২১ ৬:১০:১৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জুলাই) শেয়ারবাজারে সূচকের বড় উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৬.০১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৪.০৯ পয়েন্ট এবং দুই হাজার ২৭৩.৭৫ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৬৬৮ কোটি ৫১ লাখ টাকার। যা আগের দিন থেকে ৬৯ কোটি ৩০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৯ কোটি ২১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১২টির বা ৫৬.৮৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১২৯টির বা ৩৪.৫৮ শতাংশের এবং ৩২টির বা ৮.৫৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮০.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২২১.৫৬ পয়েন্টে। সিএসইতে আজ ৩১০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টির দর বেড়েছে, কমেছে ১১২টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩১৮ বার পড়া হয়েছে ।
Tagged