সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের উত্থানে সপ্তাহ শুরু শেয়ারবাজারে

সময়: রবিবার, আগস্ট ২৮, ২০২২ ৪:৪৫:৪৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসেই ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারের। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১ মাস পর লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়াল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে দুই হাজার ১০৫ কোটি ১৪ লাখ টাকার। ডিএসইতে আজকের লেনদেন ১০ মাস ২১ দিন বা ২১৬ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২১ সালের ৭ অক্টোবর আজকের চেয়ে বেশি অর্থাৎ ২ হাজার ৪৯৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। এহিসেবে ১১ মাস পর ডিএসইর লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়াল।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৭৩ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪০১.৮০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩.৬৫ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৭১.০১ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.২০ পয়েন্ট বা ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৯০.৪১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৯টির বা ৫৭.৩২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১০২টির বা ২৬.৭০ শতাংশের এবং ৬১টির বা ১৫.৯৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৮০.৪৪ পয়েন্ট বা ০.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮২৩.৪১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯১টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর। আজ সিএসইতে ৫৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share
নিউজটি ১৯৩ বার পড়া হয়েছে ।
Tagged