সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩ ৩:৩৮:৫৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ১৪ ডিসেম্বর সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে ৩৫ মিনিট পর্যন্ত সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। এরপর ১০মিন্টি পর্যন্ত সূচকের একটানা পতন ঘটে। পরবর্তীতে সূচকের উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিনশেষে প্রধান সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৩.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৬.৮৫ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪.৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৭.১২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে বেড়েছে ৬৩টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৭ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার ৫৪৯টি শেয়ার ১ লাখ ৪৮ হাজার ২১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৮১ কোটি ১৩ লাখ ৯২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৩ ডিসেম্বর ডিএসইতে ২৫ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৭৩৬টি শেয়ার ২ লাখ ১৩ হাজার ৭০৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৬৯ কোটি ৬৮ লাখ ৫৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৮৮ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১৬.৪৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৮৪.৪২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১০ কোটি ৭৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা।

 

Share
নিউজটি ৯৩ বার পড়া হয়েছে ।
Tagged