সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের কমলেও লেনদেন বেড়েছে

সময়: বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩ ৪:১১:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ১৩ ডিসেম্বর সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে ৩০ মিনিট পর্যন্ত সূচকের একটানা ঘটে। এরপর দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। দুপুর সাড়ে ১২টার পর সূচকের একটানা পতন ঘটে। দিনশেষে প্রধান সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

 

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ১.০০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬২.৮৬ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৫.৪২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে বেড়েছে ৮১টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২৫ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৭৩৬টি শেয়ার ২ লাখ ১৩ হাজার ৭০৪ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৬৯ কোটি ৬৮ লাখ ৫৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১২ ডিসেম্বর ডিএসইতে ২১ কোটি ৯ লাখ ৪২ হাজার ৫৬৫টি শেয়ার ১ লাখ ৬৫ হাজার ৪৩০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬০১ কোটি ২৬ লাখ ৬৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৬৮ কোটি ৪১ লাখ ৯৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৬.৯৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৬৪.৬২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ৬৯ লাখ ২২ হাজার ১৫৯ টাকা।

 

Share
নিউজটি ৮৭ বার পড়া হয়েছে ।
Tagged