সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের নিম্নমুখী প্রবনতায় সপ্তাহ শুরু

সময়: রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২ ৪:৪৬:০১ অপরাহ্ণ


নিজহস্ব প্রতিবেদক : আজ ২৫ সেপ্টেম্বর সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.৪৯ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৫১৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.১৫ বা ০.১.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪২১.০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৫.৭৭ পয়েন্ট বা ১.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে দুই হাজার ৩২৯.৯১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৩টির বা ২৫.১৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৭টির বা ৩১.৬২ শতাংশের এবং ১৬০টির বা ৪৩.২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৪৪ কোটি ৩৮ লাখ টাকা বেশী। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬১.৪৫ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৮৩.০১ পয়েন্টে। সিএসইতে আজ ২৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির দর বেড়েছে, কমেছে ৮৩টির আর ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৯১ বার পড়া হয়েছে ।
Tagged