সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পতনেও বাজার মূলধন বেড়েছে

সময়: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ২:০০:০৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৪-২৮ ডিসেম্বর’২০২৩) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক্ এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনেও বাজার মূলধন বেড়েছে।

গত সপ্তাহে মাত্র ৪ কার্যদিবস লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। এই ৪ কার্যদিবসে বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ১৪৩ কোটি ৫৭ লাখ ৪৪ হাজার ৮৭ টাকা বা ০.৯২ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে ৯১১ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা বা ৩১.১৩ শতাংশ।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৭৯ পয়েন্ট বা ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৬.৫০ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১.৩১ পয়েন্ট বা ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৪.১৩ পয়েন্টে ।

ডিএসই-৩০ সূচক ০.৭৫ পয়েন্ট বা ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৯৩.৮৩ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮০টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৬টি, কমেছে ৮৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২১১টির শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার ৯২৭ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ৯২৭ কোটি ৮৬ লাখ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে ৯১১ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা বা ৩১.১৩ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার ৭০৬ কোটি ৫ লাখ ৬৬ হাজার ৫৮৬ টাকায়।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ৮৪৯ কোটি ৬৩ লাখ ১০ হাজার ৬৭৩ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৭ হাজার ১৪৩ কোটি ৫৭ লাখ ৪৪ হাজার ৮৭ টাকা বেড়েছে ০.৯২ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১.০৭ পয়েন্ট বা ০.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫২০.১৩ পয়েন্টে।

সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১১.৬৯ পয়েন্ট বা ০.১০ শতাংশ, সিএসই-৫০ সূচক ১.১১ পয়েন্ট বা ০.০৯ শতাংশ এবং সিএসআই সূচক ০.৬১ পয়েন্ট বা ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১১ হাজার ৭৬.৪১ পয়েন্টে, এক হাজার ২৯৯.৪৩ পয়েন্টে এবং এক হাজার ১৭৮.৬৫ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ১.১৫ পয়েন্ট বা ০.০০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০৪.৫২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৭টি, কমেছে ৫৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭৭টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৭০ লাখ ১৮ হাজার ৪৫৬ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৪ কোটি ৪৬ লাখ ৯ হাজার ৮১৩ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ২৭ কোটি ৭৫ লাখ ৯১ হাজার ৩৫৬ টাকা বা ৩৭.২৮ শতাংশ কমেছে।

 

Share
নিউজটি ৮৮ বার পড়া হয়েছে ।
Tagged