সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

সময়: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৫:২৩:১০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ১০ জুলাই সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখে গেছে। তবে দুপুর সাড়ে ১২টার পর একটানা সূচকের তীর নিচের দিকে নামতে থাকে। দিনশেষে সূচকের সামান্য পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১০ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১৩.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৫.২০ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৪.২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯০.৭৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭ টির, কমেছে ১৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯.৮৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৩৫ কোটি ৫৬ লাখ ১২ হাজার ৩৭৪ টি শেয়ার ২ লাখ ২৩ হাজার ৮২৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৮৪ কোটি ০৩ লাখ ৭৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৯ জুলাই ডিএসইতে ২৯ কোটি ৬০ লাখ ০৬ হাজার ১৬২ টি শেয়ার ১ লাখ ৮৯ হাজার ২৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯২১ কোটি ৪৪ লাখ ১৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৬২ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ২৩.৪৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৭০৭.৮২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২১৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩৮টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ০৮ লাখ ৯৯ হাজার ৩০২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ৯২১ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৩৮১ টাকা।

 

Share
নিউজটি ৭৬ বার পড়া হয়েছে ।
Tagged