সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

সময়: সোমবার, জানুয়ারি ২৫, ২০২১ ৫:০২:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন কমেছে। এদিন লেনদেন শেষে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১২৬ কোটি ৫৯ লাখ ৪৪ হাজার টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ২৫ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৫.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৮৯.৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬.৯১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টির। সারাদিনে ডিএসইতে ৩৬ কোটি ৪১ লাখ ৭৭ হাজার ২০৩টি শেয়ার ২ লাখ ৬ হাজার ১৮২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫৮৫ কোটি ২২ লাখ ৯ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ২০.৬৩ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৮১৫.৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ২৯৭.৩৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ২১০.১৯ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৫৮ কোটি ৬২ লাখ ৬৫ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৫ শতাংশ বা ১২৮.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৫৭.৩৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৭৬ শতাংশ বা ৭৮.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৭৫.২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫২ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ৬৯৮ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৪১ বার পড়া হয়েছে ।
Tagged