সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পতনে লেনদেন কমেছে

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ৪:৫২:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ০৫ ডিসেম্বর সূচকের পতনে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সকাল সাড়ে ১০টার পর সূচকের একটানা পতন হয়। এরপর আবাও সূচকের তীর উপরের দিকে উঠে যায়। পরবর্তীতে স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ৫ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৩.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৭.৫৭ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৩.৫১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির , কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.৫১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৩ কোটি ৫০ লাখ ৩১ হাজার ১৬৯টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৭৫৫ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬০ কোটি ২১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৪ ডিসেম্বর ডিএসইতে ১২ কোটি ৩৫ লাখ ৩১ হাজার ৬৬০টি শেয়ার ১ লাখ ৫০ হাজার ২৮৯ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৪৯১ কোটি ৭৮ লাখ ৬৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩১ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১৪.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫২৬.৭৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১০ কোটি ৩৮ হাজার ৪৪২ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৮৫৯ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৫১ লাখ ৪৭ হাজার ৪১৭ টাকা।

 

 

 

 

 

 

 

Share
নিউজটি ১১৮ বার পড়া হয়েছে ।
Tagged