সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পতনে সপ্তাহ শুরু

সময়: রবিবার, জানুয়ারি ১২, ২০২৫ ৪:৩৫:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আজ ১২ জানুয়ারি সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর থেকে সূচকের একটানা পতন হতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। দিনশেষে সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৩ শতাংশ বা ৩৮.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫৬.২২ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৭.৫৪ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১৭.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৭.০৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯ টির, কমেছে ২৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.২৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১৩ কোটি ৩৭ লাখ ৬৪ হাজার ১০১টি শেয়ার ১ লাখ ২৪ হাজার ৪১২ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩৭১ কোটি ৬৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৯ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ৯.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৯৪.৪৩ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬১.৯৪ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৩.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯২৪.২৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৫৭ টির, কমেছিল ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৮৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৯.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ১১ কোটি ৬৬ লাখ ২২ হাজার ৯৬টি শেয়ার ১ লাখ ১১ হাজার ২৭ বার হাতবদল হয়েছিল। আজ দিন শেষে লেনদেন হয়েছিল ৩২৪ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৬ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৩ শতাংশ বা ১৯.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৪০.৭৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮ টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৯৫ লাখ ৩৯ হাজার ২৪৮ টাকা।

 

Share
নিউজটি ১৮৬ বার পড়া হয়েছে ।
Tagged