সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১ ৭:৫০:৪০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (২৮ সেপ্টেম্বর) ইতিবাচক অবস্থান করছে দেশের শেয়ারবাজার। এদিন দেশের উভয় শেয়ারবাজারের সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৯৭.২৪ পয়েন্টে। এদিন ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৮৫.২৮ পয়েন্টে। এবং ডিএসই-৩০ সূচক ১৫.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৬৯১.৮২ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬৪টি, কমেছে ১৭২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

ডিএসইতে এদিন ৪৯ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৩৪২টি শেয়ার ২ লাখ ৭৬ হাজার ২৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য দুই হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ৪৮০ টাকা ৭০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৭৯ হাজার ৪৫০ কোটি ১৭ লাখ ৩৭ হাজার ৫৩৯ টাকা ২৫ পয়সা।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৮.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ৩৩৭.১০ পয়েন্টে। লেনদেনে অংশ নেয়া ৩১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৩১টির ও ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ সিএসইতে ২ কোটি ৭ লাখ ৭৩ হাজার ৮৮৬টি শেয়ার ২১ হাজার ৪৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬৭ কোটি ৩ লাখ ৮২ হাজার ৮৭৪ টাকা ৯০ পয়সা। এদিন সিএসইর বাজার মূলধন ছিল ৮৪ হাজার ৭৩২ কোটি ৫৯ লাখ ৩৮ হাজার ৭২০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৫২ বার পড়া হয়েছে ।
Tagged