সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

সময়: বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪ ৪:৪৫:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আজও ১১ ডিসেম্বর সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উথানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর থেকে সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১২৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ১২.৪৩ পয়েন্ট কমে ১ হাজার ১৪২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪.১৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩০৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি ৪ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ৭৮ কোটি ৮১ লাখ টাকার বা ২০ শতাংশ।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫০টির বা ১৫.৫৩ শতাংশের, কমেছে ২৯১টির বা ৭২.৯৩ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৫৮টির বা ১৪.৫৩ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০টির, কমেছে ১১৯টির এবং পরিবর্তন হয়নি ৩৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪ হাজার ৩৬৪ পয়েন্টে।

Share
নিউজটি ২২৪ বার পড়া হয়েছে ।
Tagged