সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পাশাপাশি সামান্য লেনদেন বেড়েছে

সময়: বুধবার, ফেব্রুয়ারি ১০, ২০২১ ৫:৪৪:৩৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের উভয় শেয়ারবাজারে আজ বুধবার সূচকের পাশাপাশি লেনদেন সামান্য বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৯.৪০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৭৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৫.৪৭ পয়েন্ট এবং সিডিএসইটি ১১.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৫.৩৪ পয়েন্টে, ২১০১.৮২ পয়েন্ট এবং ১১৮১.৩৯ পয়েন্টে।

আজ ডিএসই ৭৮৬ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০২ কোটি ৭১ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬৮৩ কোটি ৩০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৫টির বা ২৬.৮৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৮টির বা ৪১.৮১ শতাংশের এবং ১১১টির বা ৩১.৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৯.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭৯.০৩ পয়েন্টে। সিএসইতে আজ ২৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির দর বেড়েছে, কমেছে ১০৫টির আর ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৪৭ বার পড়া হয়েছে ।
Tagged