সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন

সময়: মঙ্গলবার, নভেম্বর ১৬, ২০২১ ৬:২৬:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ নভেম্বর) দেশের শেয়ারবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক শতাধিক আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক তিন শতাধিক পয়েন্ট বেড়েছে। আজ উভয় স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৫.২১ পয়েন্ট বা ১.৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৫৬.৫৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯.৭৭ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩১.৭১ বা ১.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৮৪.৮১ পয়েন্টে এবং দুই হাজার ৬৯১.২৬ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭০ কোটি ৫১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৪২১ কোটি ৩৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৯টির বা ৫৮.২৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩০টির বা ৩৪.৫৭ শতাংশের এবং ২৭টির বা ৭.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩৪.৭০ পয়েন্ট বা ১.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫৭.৮৩ পয়েন্টে। সিএসইতে আজ ২৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির দর বেড়েছে, কমেছে ১১০টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৮১ বার পড়া হয়েছে ।
Tagged