সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন

সময়: সোমবার, মার্চ ২০, ২০২৩ ৬:১৯:১৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ ২০ মার্চ সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক কমেছে।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান হয়েছে। তবে উভয় শেয়ারবাজারেই টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৪ দশমিক ১৭ পয়েন্টে।

এছাড়া ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ দশমিক ৮১ পয়েন্টে।

এবং ডিএসইএস সূচক ২ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এবং ১ হাজার ৩৪৯ দশমিক ৯৩ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫১টি, কমেছে ৩৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪টির।

এদিন ডিএসইতে ৩৪৪ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

আগের কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।

অপরদিকে, আজ চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ০.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৩২৪.৭৮ পয়েন্টে।

অন্য সূচকের মধ্যে- সিএসই-৫০ সূচক ১.৪৭ এবং সিএসই-৩০ সূচক ১২.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১৩২২.২৮ ও ১৩৩৩৫.২৯ পয়েন্টে।

এছাড়া, সিএসসিএক্স ০.৭০ এবং সিএসআই ১.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১০৯৮৫.৬৬ ও ১১৫৬ .০৭ পয়েন্টে।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩০টি, কমেছে ২৭টি এবং পরিবর্তন হয়নি ১২০টির।

এদিন সিএসইতে ৮ কোটি ২৭ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস রবিবার ২৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

 

Share
নিউজটি ১৭৩ বার পড়া হয়েছে ।
Tagged