সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন কমেছে

সময়: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৫:০৪:৩৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ ফেব্রুয়ারি সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থান হলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতন হয়েছে। তবে উভয় স্টক এক্সচেঞ্জেই টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ্আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৬ দশমিক ২০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৪ দশমিক ১৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৬ দশমিক ৬১ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪১টি এবং কমেছে ১২২টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৪৫টির। এদিন ডিএসইতে ৩৪০ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার।

অপরদিকে, আজ সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৬ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৭ দশমিক ৯৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক দশমিক ৭৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৪ দশমিক ২২ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৬ দশমিক শূন্য ৮ পয়েন্টে, ১১ হাজার ৪৬ দশমিক ৭৩ পয়েন্টে এবং ১ হাজার ১৬৪ দশমিক ৮২ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩১৯ দশমিক ৯৯ পয়েন্টে।

আজ সিএসইতে সিএসইতে লেনদেন হওয়া ১১৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২২টি, কমেছে ৫৫টি এবং পরিবর্তন হয়নি ৪১টির। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৪৮ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বুধবার ৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

 

Share
নিউজটি ১৫৩ বার পড়া হয়েছে ।
Tagged