সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের মিশ্র প্রবণতা লেনদেন কমেছে

সময়: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৫:৫৫:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : আজ ০৫ এপ্রিল সূচকের সূচকের মিশ্র প্রবণতা লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে। তবে টাকার অংকে লেনদেন কমেছে।

অপরদিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন সূচক ও লেনদেনের একই অবস্থা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২১১.০২ পয়েন্টে।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ১.০৪ পয়েন্ট কমে এবং ডিএসইএস সূচক ০.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ২২০২.০৩ এবং ১৩৪৬.২৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫২টি, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯১টির।

আজ ডিএসইতে ৭ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৪৭৯টি শেয়ার এক লাখ ৪ হাজার ৩০বার হাতবদল হয়েছে।

যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৫২৭ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার টাকা।

গত কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২১৭.৭৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ০.৩৪ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ২২০৯.৭৭ এবং ১৩৫২.৮৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৪টি, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৬টির।

গতকাল ডিএসইতে ৮ কোটি ১৯ লাখ ৬৬ হাজার ৯১০টি শেয়ার এক লাখ ১৪ হাজার ৪৯১বার হাতবদল হয়েছে।

যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৫৩১ কোটি ৮৩ লাখ ৮৭ হাজার টাকা।

গত কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২০৯.৬৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ৪.৬৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২.৭৭পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ২২০৩.০৮ এবং ১৩৪৬.০০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৯টি, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৩টির।

আজ ডিএসইতে ৯ কোটি ১ লাখ ৪ হাজার ৩৫৮টি শেয়ার এক লাখ ৩২ হাজার ৮২৩বার হাতবদল হয়েছে।

যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৬৪৬ কোটি ৪৫ হাজার টাকা।

অপরদিকে, আজ সিএএসপিআই ২ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০৮ দশমিক ২৮ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে- সিএসসিএক্স ১.৮৩ এবং সিএসআই ১.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১০৯৭৫ এবং ১১৫০.৭৯ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ০.২৫ এবং সিএসই-৩০ সূচক ৪.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১৩১৩.২৮ পয়েন্টে এবং ১৩৩৬৪.২৬ পয়েন্টে।

চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ৮ লাখ টাকা শেয়ার। গত কার্যদিবস মঙ্গলবার ৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১১৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩১টি, কমেছে ৩৩টি এবং পরিবর্তন হয়নি ৫০টির।

 

Share
নিউজটি ৩০৫ বার পড়া হয়েছে ।
Tagged