সূচকের সাথে কমেছে লেনদেন

সময়: সোমবার, মার্চ ১৪, ২০২২ ৩:৪১:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:

আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারে সূচকের সাথে টাকার পরিমাণেও কমেছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৭৯ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে ৬ হাজার ৭৬৩.৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ০.৪৭ পয়েন্ট বা ০.০৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.৭০ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৫২.৭০ পয়েন্টে এবং ২ হাজার ৪৬০.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিকে, আজ ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের পরিমান ছিল ৬৭৭৮.৭৬ পয়েন্ট, যা বেলা ১০টা ২১ মিনিটে ৩২.৯৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৭৪৫.৮২ পয়েন্টে। এরপর কিছুটা উত্থান হয়ে ১০টা ৩৭ মিনিটে ৩০.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৭৭৬.১০ পয়েন্টে। পরে তা কিছুটা পতন হয়ে বেলা ১১টা ৩৫ মিনিটে দাঁড়ায় ৬৭৬২.২৪ পয়েন্টে। এরপর তা একটানা ২৭.৩৫ পয়েন্ট বেড়ে বেলা ১২টা ১৯ মিনিটে দাঁড়ায় ৬৭৮৯.৫৯ পয়েন্টে। তবে বেলা বাড়ার সাথে সাথে দুপুর ১টায়
২৩.৫৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৭৬৬.০৫ পয়েন্টে। তারপর তা আরও পতন হয়ে দুপুর ২টা ৪৫ মিনিটে ২.১২ পয়েন্ট কমে ৬৭৬৩.৯৩ পয়েন্টে নেমে লেনদেনের সমাপ্ত ঘঠে।

আজ ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৭টির বা ৪৪.১৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৭৮টির বা ৪৭.০৮ শতাংশের এবং ৩৩টি বা ৮.৭৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৯৮৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২ কোটি ২২ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৯৬ কোটি ৭৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ২৯ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ৪২টি শেয়ার ১ লাখ ৮০ হাজার ৪৯৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৮৬ কোটি ৫১ লাখ ২০ হাজার ৩৫৩ টাকা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৪১৯ হাজার ৪৭ কোটি ২৮ লাখ ৫৩ হাজার ৯১৪ টাকা ৭৫ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৫.০৫ পয়েন্ট বা ০.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭৪.৬০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। আজ সিএসইতে ৩০ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share
নিউজটি ২৪২ বার পড়া হয়েছে ।
Tagged