সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের স্বাভাবিক উঠানামায় লেনদেন বেড়েছে

সময়: বুধবার, জানুয়ারি ৩১, ২০২৪ ৩:৪৩:১৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ৩১ জানুয়ারি সূচকের স্বাভাবিক উঠানামায় লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সুচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে ডিএসইতে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৩.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৫৩.৩৩ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫১.৯৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ৭.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৩.৯২ পয়েন্টে।

এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ২০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৬.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৩২ কোটি ৫৯ লাখ ২১ হাজার ৫৫২টি শেয়ার ২ লাখ ৪৮ হাজার ২৯১ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ৯৭৯ কোটি ৭১ লাখ ৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩০ জানুয়ারি ডিএসই’র ডিএসইতে ২৯ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ৩৯০টি শেয়ার ২ লাখ ৫১ হাজার ৮৪৭ বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৯৩৯ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৯ কোটি ৮৪ লাখ ৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ২১.৬২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৪২১.১৭ পয়েন্টে।

এদিন লেনদেনে অংশ নিয়েছে ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৯২ টির, কমেছে ১৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ৭৮ লাখ ১০ হাজার ১০৩ টাকা।

 

Share
নিউজটি ৫৭ বার পড়া হয়েছে ।
Tagged