নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ সেপ্টেম্বর) শেয়ারবাজারে সূচক সামান্য কমলেও সামগ্রিকভাবে বাজার লেনদেন ছিল স্বাভাবিক গতির মধ্যে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টায় সূচক ও লেনদেনের যে গতি দেখা গিয়েছিল, তা যদি শেষ পর্যন্ত অব্যাহত থাকত তবে লেনদেন ২ হাজার কোটি টাকার ঘরে পৌঁছে যেত। সূচকও আরও উঁচুতে অবস্থান করত। যদিও দিনশেষে সূচক ও লেনদেন দুটোই কিছুটা কমেছে, তবুও বাজার সংশ্লিষ্টরা আগামী দিনগুলোতে বাজার আরও চাঙা হবে বলে আশাবাদী।
সোমবার ডিএসইতে দিনের শুরুতেই সূচক ও লেনদেনের উত্থান দেখা যায়। প্রথম ঘণ্টায় বাজারে প্রবল ইতিবাচক সাড়া থাকলেও সকাল ১১টার পর থেকে সূচকের একটানা পতন শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে আবারও সূচক কিছুটা ঘুরে দাঁড়ালেও পরবর্তীতে আবার পতনের ধারা অব্যাহত থাকে। ফলে দিনশেষে সূচক ও লেনদেন উভয়ই কমে যায়। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরও হ্রাস পায়।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২৭.৫৯ পয়েন্টে। অন্যদিকে, ডিএসইএস সূচক ৪.২৩ পয়েন্ট কমে ১ হাজার ২২৫.২১ পয়েন্টে অবস্থান করছে। তবে বড় কোম্পানিগুলোর মুনাফা প্রভাবে ডিএসই-৩০ সূচক ৩.৮৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯১.৯৮ পয়েন্টে উন্নীত হয়েছে।
ডিএসইতে সোমবার মোট ৩৯৭টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৭টির দর বেড়েছে, ২২৩টির কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত ছিল। এদিন ডিএসইতে মোট ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকা। ফলে দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৪১ কোটি ৬ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে, যদিও টাকার অংকে লেনদেন সামান্য কমেছে। সোমবার সিএসইতে মোট ১৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের সমান।
সিএসইতে মোট ২৬৪টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২১টির দর বেড়েছে, ১১৫টির কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত ছিল। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৫.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৭০.০৫ পয়েন্টে। আগের দিন সূচক বেড়েছিল ২১.০৯ পয়েন্ট।
বাজার বিশ্লেষকদের মতে, ডিএসইতে সূচক ও লেনদেনের ওঠানামা স্বাভাবিক। তবে প্রথম ঘণ্টার প্রবল ইতিবাচক গতি বাজারে বিনিয়োগকারীদের আস্থার ইঙ্গিত দিচ্ছে। তারা মনে করছেন, সাময়িক ওঠানামা থাকলেও শেয়ারবাজার আগামী দিনগুলোতে আরও উচ্চতায় উঠতে পারে।


