নিজস্ব প্রতিবেদক : টানা সাত কর্মদিবস পতনের পর একদিনের সামান্য উত্থান দেখা গেলেও বুধবার (১২ নভেম্বর) আবারও দরপতনের কবলে পড়েছে দেশের শেয়ারবাজার। এদিন শুধু সূচকই নয়, লেনদেনেও তৈরি হয়েছে নতুন সর্বনিম্ন রেকর্ড।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.৪৩ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৮২৫.৩৩ পয়েন্টে, যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন স্তর। এর আগে গত ২৬ জুন সূচক অবস্থান করেছিল ৪ হাজার ৮৩২ পয়েন্টে।
অন্যান্য সূচকের মধ্যে ডিএসইএস কমেছে ১১.২২ পয়েন্ট এবং দাঁড়িয়েছে ১ হাজার ৫.৯৪ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক কমেছে ১৮.১৪ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৮.৯৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেয়, যার মধ্যে ৫৩টির দর বেড়েছে, ৩০১টির দর কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের দিক থেকেও বাজারে দেখা গেছে স্থবিরতা। বুধবার মোট লেনদেন হয়েছে মাত্র ২৯০ কোটি ১৩ লাখ টাকার, যা প্রায় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর লেনদেন হয়েছিল ২৮২ কোটি ১৯ লাখ টাকার, আর গতকাল (মঙ্গলবার) ছিল ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকা। ফলে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ৪৯ কোটি ৬২ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিনও লেনদেন কমেছে উল্লেখযোগ্যভাবে। সেখানে ৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগেরদিনের ২৬ কোটি ৩৪ লাখ টাকার তুলনায় প্রায় তিনগুণ কম।
সিএসইতে লেনদেন হওয়া ১৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৩২টির দর বেড়েছে, ২০টির কমেছে, এবং ১৩টির দর অপরিবর্তিত ছিল। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২০.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৭.৯৭ পয়েন্টে। উল্লেখ্য, আগেরদিন এই সূচক বেড়েছিল ৭.০৫ পয়েন্ট।


