সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক ও লেনদেন বেড়েছে, কমেছে বাজার মূলধন

সময়: শুক্রবার, মে ২৩, ২০২৫ ১১:৫১:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৭-২২ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক ঊর্ধ্বমুখী ছিল। টাকার অংকে লেনদেন বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। তবে বাজার মূলধন কমেছে প্রায় ৩৯৫ কোটি টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭২১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৯ কোটি ৫ লাখ টাকার। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪২২ কোটি ৭৫ লাখ টাকা।

তবে সূচক ও লেনদেন বাড়লেও বাজার মূলধনের দিক থেকে দেখা গেছে নেতিবাচক প্রবণতা। বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৪৯ হাজার ৪৮৪ কোটি ৯১ লাখ টাকা। সপ্তাহ শেষে তা কমে দাঁড়ায় ৬ লাখ ৪৯ হাজার ৮৯ কোটি ৯৯ লাখ টাকায়। ফলে এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ৩৯৪ কোটি ৯২ লাখ টাকা।

সূচকের দিকে নজর দিলে দেখা যায়, প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে ৪.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে।
ডিএসই-৩০ সূচক বেড়েছে ৬.৮৮ পয়েন্ট এবং ডিএসইএস (শরিয়াহ সূচক) বেড়েছে ৮.০২ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩২টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, ১২৩টির কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত ছিল।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কিছু নীতিগত উদ্যোগ ও বিনিয়োগকারীদের আশাবাদ থেকেই লেনদেন ও সূচকে ইতিবাচক প্রবণতা দেখা গেছে, তবে মূলধন হ্রাস বাজারে আস্থা পুনরুদ্ধারের চ্যালেঞ্জকে সামনে এনেছে।

Share
নিউজটি ৩৫৬ বার পড়া হয়েছে ।
Tagged