সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক কমলেও বেড়েছে লেনদেন

সময়: বুধবার, সেপ্টেম্বর ২২, ২০২১ ৬:২০:৫৩ অপরাহ্ণ


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ সেপ্টেম্বর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচক কমলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায, আজ বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ২৪১.৮৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৪৪ পয়েন্ট কমে দাড়িঁয়েছে এক হাজার ৫৮২.৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৬৭৩.১৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

ডিএসইতে আজ ৫২ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ৮৬টি শেয়ার ২ লাখ ৭৫ হাজার ৮৬৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য দুই হাজার ১৫০ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার ৮০৩ টাকা ৬০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৭৬ হাজার ১৫৯ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার ৪৯১ টাকা।

এদিকে, আজ অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮২.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ১৫৭.৬০ পয়েন্টে। আর লেনদেন হওয়া ৩২০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৭১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির। এদিন সিএসইতে মোট ২ কোটি ১৩ লাখ ৭৮ হাজার ৫৩৩টি শেয়ার১৮ হাজার ১৮৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬২ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ৭৬৯ টাকা ৬০ পয়সা। আজ সিএসইর মূলধন ছিল ৮৪ হাজার ৯৮৯ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার ১৮৭ টাকা ৫০ পয়সা।

শেয়ারবাজার২৪

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৭২ বার পড়া হয়েছে ।
Tagged