সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সময়: মঙ্গলবার, আগস্ট ২৪, ২০২১ ১১:১০:১২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন। এদিন ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও বাজারমূলধন বেড়েছে। আজ ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও তার স্থায়িত্ব ছিল ৫ মিনিট। পরবর্তীতে সূচকের ওঠানামায় লেনদেন হলেও লেনদেনে গতি ছিল কম। যে কারণে দিনশেষে সূচকের উত্থান হলেও লেনদেন বাড়েনি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২২.২৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৮৪.৬৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসই-৩০ সূচক দশমিক ৩.৬১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৬৩.৫৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ৭.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৪.৪৮ পয়েন্টে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১৩টি, কমেছে ১৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

আজ ডিএসইতে মোট ৮১ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার ৫৯৩টি শেয়ার ৩ লাখ ৫১ হাজার ৯৪৯ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ৭৬২ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৮৮৩ টাকা ১০ পয়সা। যা আগের দিনের তুলনায় ১১ কোটি ৯১ লাখ ৭১৯ টাকা ৯০ পয়সা বা ০.৪২ শতাংশ কম।

আজ ডিএসই’র বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৮ হাজার ৭০২ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ২৬২ টাকা ৩০ পয়সা। যা গত দিনের তুলনায় ২ হাজার ৩৩২ কোটি ৬৬ লাখ ২৮ হাজার ৮৭৪ টাকা ৩৩ পয়সা বা ০.৪১ শতাংশ বেশি

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৯.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৬.২২ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৬টির দর বেড়েছে, কমেছে ১২৪টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৭২ বার পড়া হয়েছে ।
Tagged