সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ৯, ২০২১ ৪:৪৯:২৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবসে (৯ ডিসেম্বর) সূচকের উত্থান হয়েছে দেশের শেয়ারবাজারে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৬০ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ বেড়ে ছয় হাজার ৯৮৪.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৩৯ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১১.১৪ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৪৭৫.৪৬ পয়েন্টে এবং দুই হাজার ৬৩২.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছ ২১৪টির বা ৫৬.৭৬ শতাংশ, কমেছে ১০৬টির বা ২৮.২২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি বা ১৫.১২ শতাংশের।

ডিএসইতে আজ ২৫ কোটি ৫৭ লাখ ৫০ হাজার ৪৪টি শেয়ার এক লাখ ৯৯ হাজার ৩৩১বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৪৩ কোটি ৪৫ লাখ টাকা ৬৫ হাজার ৪৫৫ টাকা। যা আগের কার্যদিবস থেকে ১০৮ কোটি ৯৪ লাখ টাকা কম। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৭ হাজর ১৯০ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ৩৮৯ টাকা ৬৫ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৮.৫৩ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৫৭.৯৪ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৫টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আজ সিএসইতে এক কোটি ৭৭ লাখ ২ হজাার ৯৫৯টি শেয়ার ২৪ হাজার ৭৪১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৯ কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৭৫২ টাকা ৪০ পয়সা। আজ সিএসইর বাজার মূলধন ছিল ৯৫ হাজার ৬৩৯ কোটি ৭ লাখ ৮৭ হাজার ৬৯০ টাকা।

 

 

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

 

Share
নিউজটি ২৫৯ বার পড়া হয়েছে ।
Tagged