সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন

সময়: বৃহস্পতিবার, নভেম্বর ৪, ২০২১ ৫:৪০:৩৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবসে আগের কার্যদিবসে সূচক সামান্য বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন ছয় মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪৩ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৯০৬.৭১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.০২ পয়েন্ট বা ০.০৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৬.৪৭ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬২.১৮ পয়েন্টে এবং দুই হাজার ৬০১.২৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৬টি লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩১টির বা ৩৪.৮৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯৬টির বা ৫২.১৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির বা ১৩.০৩ শতাংশের।

ডিএসইতে আজ ২৪ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৮৬৮টি শেয়ার এক লাখ ৭০ হাজার ৩৬৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৬৮ কোটি ৪২ লাখ ৬৯ হাজার ১৮১ টাকা ৬৮ পয়সা, ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ২৮ এপ্রিল আজকের চেয়ে কম অর্থাৎ ওই দিন ৯৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫১ হাজার ৫৫৮ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১৮২ টাকা ৭৯ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০.৩৫ পয়েন্ট বা ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ১৯৭.৯৮ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। সিএসইতে এদিন এক কোটি ৩ লাখ ৬৫ হাজার ১২৩টি শেয়ার ১১ হাজার ৬৩৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৪ কোটি ১৬ লাখ টাকা ৯৬ হাজার ১১৮ টাকা। আজ সিএসইর বাজার মূলধন ছিল ৯৫ হাজার ৪৩০ কোটি ২০ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৫৫ বার পড়া হয়েছে ।
Tagged