সেনা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

সময়: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫ ১:১৪:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেনা ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ২৯ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ৪২ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ১৬ পয়সা। আগের বছরে ছিল ২২ টাকা ৪৩ পয়সা।

এছাড়া আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ৭ টাকা ২৩ পয়সা, যা আগের বছরে ছিল ৫ টাকা ৮২ পয়সা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ মার্চ সকাল সাড়ে ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে; সেনা গৌরব হল, এসকেএস টাওয়ার (নবম তলা), ৭ ভিআইপি রোড, মহাখালী, ঢাকা- ১২০৬ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ ওয়েব-লিংক: https://siplc.bdvirtualagm.com  মাধ্যমে অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ২৭ ফেব্রুয়ারি।

 

Share
নিউজটি ২১০ বার পড়া হয়েছে ।
Tagged