সোনালী আঁশের ১৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

সময়: বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ ১১:৩৬:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসইর প্রকাশিত তথ্য অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানির সদ্য সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ৭৯ পয়সা, যেখানে পূর্ববর্তী বছরে ইপিএস ছিল ৩ টাকা ২৩ পয়সা।

এছাড়া, বছর শেষে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) উন্নীত হয়ে হয়েছে ৯ টাকা ১১ পয়সা, যা গত অর্থবছরে ছিল ৭ টাকা ৭১ পয়সা।

অন্যদিকে, ৩০ জুন, ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৮১ পয়সা।

কোম্পানি জানিয়েছে, আগামি ৩১ ডিসেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে সোনালী আঁশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।

Share
নিউজটি ৬৬ বার পড়া হয়েছে ।
Tagged