স্টক ডিভিডেন্ড বিতরণে অনুমোদ হয়নি বিএসইসির

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪ ১:২০:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জেমিনি সী ফুডের ঘোষিত স্টক ডিভিডেন্ড বিতরণে এখনো সম্মতি পায়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ ক্যাশ ও সাড়ে ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড।

কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আজ ৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিলো। কিন্তু ডিভিডেন্ড বিতরণে বিএসইসির সম্মতি না পাওয়ায় রেকর্ড ডেট কার্যকর হবে না। সম্মতি পেলে নতুন করে রেকর্ড ডেট নির্ধারণ করবে কোম্পানিটি।

আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি স্টক ডিভিডেন্ড প্রদান করতে পারবে না।

Share
নিউজটি ২৫৯ বার পড়া হয়েছে ।
Tagged