স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু

সময়: মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০১৯ ৭:৩৮:৩২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ৫০০ কোটি টাকার পাপেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় বন্ড ইস্যুর সিদ্ধান্ত অনুমোদন করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির মূলধন সহয়তার জন্য অতিরিক্ত টায়ার-১ বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ব্যাসেল-৩ শর্ত পূরণ করতে এবং ব্যবসার প্রবৃদ্ধি বাড়াতে বন্ড ইস্যু করা হবে। তবে সব কিছু নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনের উপর। বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ডের মাধ্যমে টাকা তুলবে ব্যাংকটি।
এদিকে গতকাল এ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন ৮ টাকা ২০ পয়সায়। গত এক বছরে এ শেয়ারের দও ৮ টাকা থেকে ১৩ টাকা ২০ পয়সায় ওঠানামা করে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৫৮ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৯৫ কোটি ৮০ লাখ ৮৬ হাজার ৪৬৫ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪০২ বার পড়া হয়েছে ।
Tagged