স্থিতিশীল পারফরম্যান্সে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ ৫:৩৯:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৫ পয়সা। অর্থাৎ বছরে কোম্পানির ইপিএস বেড়েছে ২ পয়সা।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৩ পয়সা। এ সময় কোম্পানির আয় সামান্য বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪২ পয়সা।

বীমা খাতের এই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে স্থিতিশীল পারফরম্যান্স বজায় রেখে চলেছে, যা বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।

Share
নিউজটি ৫৩ বার পড়া হয়েছে ।
Tagged