walton,

স্পট মার্কেটে যাচ্ছে ওয়ালটন হাইটেক

সময়: বৃহস্পতিবার, জুন ১০, ২০২১ ৫:৫৭:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ১৩ ও ১৪ জুন স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক। রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ জুন এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১৪ জুলাই (বুধবার) কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৭ হাজার ৬৩১ কোটি ৩৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩। এর মধ্যে ৯৯ দশমিক ০৩ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ০ দশমিক ৪৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ০ দশমিক ৫৩ শতাংশ শেয়ার রয়েছে।

কোম্পানিটি ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৯৫ বার পড়া হয়েছে ।
Tagged