স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

সময়: রবিবার, ডিসেম্বর ১৫, ২০১৯ ৬:২৬:৫১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আগামীকাল মঙ্গলবার থেকে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানিদুটি হলো-এএফসি এগ্রো বায়োটিক লিমিটেড ও অ্যাকটিভ ফাইন কেমিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
১৮ ডিসেম্বর বুধবার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। আগামী ১৯ ডিসেম্বর বিনিয়োগকারী নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ দিন লেনদেন স্থগিত থাকবে। ২০ ডিসেম্বর থেকে স্বাভাবিক নিয়মে লেনদেন চালু হবে।
৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরে এএফসি এগ্রো ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২২ টাকা ৫০ পয়সায়। গত এক বছরে ২১ থেকে ৩৬ টাকায় ওঠানামা করে এ শেয়ার দর। এর অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত ১০৪ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকা।
৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরে অ্যাকটিভ ফাইন কেমিক্যাল ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১৫ টাকা। গত এক বছরে ১৫ থেকে ৩২ টাকা ৪০ পয়সায় ওঠানামা করে এ শেয়ার দর। এর অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত ২৩৯ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৮৯ বার পড়া হয়েছে ।
Tagged