স্পট মার্কেটে লেনদেন করবে সোস্যাল ইসলামী ব্যাংক

সময়: বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪ ২:৪৭:০৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ২৬ ও ২৭ মে স্পট মার্কেটে লেনদেন করবে সোস্যাল ইসলামী ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রেকর্ড ডেটের কারণে আগামী ২৮ মে এই ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

জানা যায়, এ ব্যাংকের ঘোষিত শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর আগে কোম্পানিটি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এবার কোম্পানিটির বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে বিএসইসি।

এদিকে বোনাস লভ্যাংশ প্রদানের জন্য আগামী ২৮ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার থাকবে, তারাই কেবল বোনাস লভ্যাংশ পাবেন।

প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

 

Share
নিউজটি ২৮ বার পড়া হয়েছে ।
Tagged