নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের আগে আগামী ২১ ও ২২ জুলাই স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- সানলাইফ ইন্স্যুরেন্স এবং প্রগতী লাইফ বাংলাদেশ ।
রেকর্ড ডেটের কারণে আগামী ২৩ জুলাই এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
আগামী ২২ আগস্ট, বৃহস্পতিবার বেলা ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
অপরদিকে, ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ আগস্ট, বৃহস্পতিবার বেলা ১২ টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।


