নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২২ আগস্ট স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- চার্টার্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ম্যারিকো বাংলাদেশ ।
রেকর্ড ডেটের কারণে আগামী ২৫ আগস্ট এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৩ সেপ্টেম্বর।
ম্যারিকো বাংলাদেশ : কোম্পানিটি ১০০০ শতাংশ অন্তবর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের উপর এই ডিভিডেন্ড ঘোষণা করেছে।
প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৪২ টাকা ১৮ পয়সা।


