নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি—রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (RENWICKJA), জিল বাংলা সুগার মিলস (ZEALBANGLA) এবং শমরিতা হাসপাতালের (SAMORITA) শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু হচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রেনউইক যজ্ঞেশ্বর ও জিল বাংলার শেয়ার ১০ থেকে ১২ নভেম্বর ২০২৫ পর্যন্ত শুধুমাত্র স্পট মার্কেটে লেনদেন হবে। এ সময় ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটেলমেন্ট সাইকেল অনুযায়ী নিষ্পত্তি হবে। উভয় কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর, যেদিন তাদের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
অন্যদিকে, শমরিতা হাসপাতালের শেয়ার ১০ ও ১১ নভেম্বর ২০২৫ তারিখে স্পট মার্কেটে ‘কাম বেনিফিট’ ভিত্তিতে লেনদেন হবে। এরপর ১২ নভেম্বর কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারিত রয়েছে, সেদিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।


