স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি

সময়: বুধবার, জানুয়ারি ৩, ২০২৪ ২:২৯:৪২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৮ জানুয়ারি, ২০২৪ তারিখে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ২টি হলো- আরগন ডেনিমস এবং এনভয় টেক্সটাইল।

রেকর্ড ডেটের কারণে আগামী ৯ জানুয়ারি, ২০২৪ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড।

জানা যায়, সিনোবাংলা ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ রাইট শেয়ার ইস্যু করে বাজার থেকে প্রায় ২০ কোটি ১৯ লাখ টাকা সংগ্রহ করবে।

কোম্পানিটি ২০ টাকা অভিহিত মূল্যের (শেয়ার প্রতি ১০ টাকা প্রিমিয়ামসহ) ১ কোটি ৯ লাখ ৯৮ হাজার ২৮৩টি রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। এর মাধ্যমে ২০ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৬০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি।

উল্লেখ্য, কোম্পানিটি তাদের মূলধনী যন্ত্রপাতি ক্রয় এবং ব্যাংক ঋণ পরিশোধের জন্য রাইটের মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যয় করবে।

এদিকে, হাক্কানি পাল্প পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি ৭০ লাখ এবং ৯০ লাখ সাধারণ শেয়ার ১০ টাকা মূল্যে ইস্যু করবে। কোম্পানির উদ্যোক্তা পরিচালক এবং সাধারণ শেয়ারহোল্ডাররা এই শেয়ার কিনতে পারবে। কোম্পানিটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটি শেয়ারহোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নেওয়ার জন্য আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ইজিএম আহ্বান করেছে।

 

 

Share
নিউজটি ৫৫ বার পড়া হয়েছে ।
Tagged